কোলকাতা–দিল্লী-শিমলা-মানালি-চণ্ডীগড়-আগ্রা কিভাবে যাবেন? কেমন খরচ? 11/01/2018


বহুল প্রতিক্ষিত ঢাকা–কোলকাতা–দিল্লি–সিমলা–মানালি–চণ্ডীগড়–দিল্লি–আগ্রা–দিল্লি–কোলকাতা–ঢাকা রুটে ঘুরে আসলাম। এই ট্যুরটা ছিল ৪ জনের ট্যুর।

আমাদের রুট এবং খরচের ডিটেইলস গ্রুপ মেম্বারদের সাথে শেয়ার করলাম হয়তো অনেকের কাজে লাগতে পারে।

ডে-১। যাত্রা আরম্ভ করেছি সন্ধ্যার চিত্রা এক্সপ্রেসে এবং যশোর পৌঁছেছি ভোর ৫টায়, খরচ হয়েছে ৪ সিটের ২১০০ টাকা।
প্রথম দিনের মোট খরচ – সিএনজি ২৫০+ ট্রেন ২১০০+ স্ন্যাক্স ১৫০ = ২৫০০ টাকা। 

ডে-২। যশোর থেকে ৫.৩০এ প্রাইভেট কারে করে বেনাপোল বর্ডার পৌঁছা এবং ৭.৩০ টায় বর্ডার ক্রস (খরচঃ প্রাইভেট কার ভাড়া ২০০০ টাকা, বর্ডারে টার্মিনাল চার্জ ৪০ টাকা করে ১৬০ টাকা, টিপস ৪ জনের ২০০ টাকা, সর্বমোট মোট=২৩৬০ টাকা (বাসে গেলে ভাড়া অনেক কমে যাবে)। 
বর্ডার পার হয়ে ৯টায় ট্যাক্সি নিয়ে কোলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা এবং কোলকাতা এয়ারপোর্টে পৌঁছা ১২টায়, পথে ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথেই করে নেয়া।(খরচঃ ট্যাক্সি ভাড়া ২১০০ রুপি+ খাওয়া দাওয়া ৬০০ রুপি= ২৭০০ রুপি)।কোলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ৫.৩০এর ফ্লাইটে রওয়ানা হয়ে ৮.৩০টায় দিল্লি পৌঁছা। (খরচঃ ৪ জন ১৮০০০ রুপি, অনেক আগেই টিকেট কাটা ছিল তাই কম দামে পেয়েছিলাম)।দিল্লিতে নেমে এয়ারপোর্ট মেট্রো করে নিউ দিল্লি ষ্টেশনে যাওয়া ৪ জন ১৪০ করে ৫৬০ রুপি), পাহারগঞ্জে হোটেল ২০০০ রুপি এবং রাতের খাবার-৬০০ রুপি)।
দ্বিতীয় দিনের মোট খরচ – ২৩৬০ টাকা+ ২৩৮৬০ রুপি)।


ডে-৩। দিল্লি থেকে সিমলা-মানালি-চণ্ডীগড়-দিল্লি ৫ দিনের প্যকেজে ট্যাক্সি ভাড়া নিয়ে সিমলার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ১০টায় সিমলা পৌঁছা। ট্যাক্সি ভাড়া ১৮৭০০ রুপি (৫ দিনে যখন যেখানে খুশি যাবো, নামবো, ঘুরবো, বেড়াবো সেই শর্তে)।
তৃতীয় দিনের মোট খরচ – ট্যাক্সি ১৮৭০০রুপি+ খাওয়া দাওয়া ৮০০রুপি+ সিমলায় হোটেল ১৮০০ রুপি = ২১৩০০ রুপি)।


ডে-৪। সারাদিন সিমলা আর কুফরিতে ঘুরে বেড়ানো। 
চতুর্থ দিনের মোট খরচ– খাওয়া দাওয়া ১০০০রুপি+ কুফরি এডভেঞ্চার পার্ক – ৬০০ রুপি+ সিমলায় হোটেল ১৮০০ রুপি = ৩৪০০ রুপি)।


ডে-৫। সিমলা থেকে মানালি যাত্রা পথে সুন্দরনগর আর কুল্লুতে যাত্রা বিরতি।
পঞ্চম দিনের মোট খরচ– খাওয়া দাওয়া ৬০০রুপি+ মানালিতে হোটেল ১৫০০ রুপি = ২১০০ রুপি)।


ডে-৬। সারাদিন মানালি আর সোলাং ভ্যালিতে ঘুরে বেড়ানো।
ষষ্ট দিনের মোট খরচ– খাওয়া দাওয়া ৮০০রুপি+ স্নো ড্রেস (৪ জন) ১০০০ রুপি+ ঘোড়া ভাড়া ৪০০ রুপি+ স্নো কিইং ২০০ রুপি+ মানালিতে হোটেল ১৫০০ রুপি = ৩৯০০ রুপি)।


ডে-৭। মানালি থেকে সকাল ৮টায় রওনা হয়ে দিল্লি যাত্রা, পথে চণ্ডীগড় এ যাত্রা বিরতি এবং রাত ১২টায় দিল্লি পৌঁছা । 
সপ্তম দিনের মোট খরচ– খাওয়া দাওয়া ১০০০রুপি+ দিল্লিতে হোটেল ২০০০ রুপি = ৩০০০ রুপি)।


ডে-৮। দিল্লি থেকে আগ্রা এবং দিল্লি শহর ঘুরার জন্য ২ দিনের একটি ট্যাক্সি প্যাকেজ নিয়ে সকালে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং তাজমহল দেখে সন্ধ্যার পরই দিল্লি ফিরে আসলাম। 
অষ্টম দিনের মোট খরচ– ২ দিনের ট্যাক্সি প্যাকেজ ৬৮০০ রুপি+ খাওয়া দাওয়া ১০০০রুপি+ তাজমহল টিকেট ২০০০ রুপি দিল্লিতে হোটেল ১৫০০ রুপি = ১১৩০০ রুপি)।


ডে-৯। দিল্লি সিটি ট্যুরঃ ইন্দিয়া গেট, কুতুব মিনার, মহাত্মা গান্ধী সমাধি, ইন্দিরা গান্ধী মিউজিয়াম, জামা মসজিদ, লোটাস ট্যম্পল, পিস পার্ক ইত্যাদি ঘুরে দেখা। 
নবম দিনের মোট খরচ- খাওয়া দাওয়া ৬০০রুপি+ বিভিন্ন স্পটের টিকেট ৬০০ রুপি+ দিল্লিতে হোটেল ১৫০০ রুপি = ২৭০০ রুপি)।


ডে-১০। যেহেতু কোলকাতার ট্রেনের খুব ক্রাইসিস চলছিল তাই ট্রাভেল এজেন্ট থেকে বেশি দামে রাজধানী এক্সপ্রেসের টিকেট নিলাম। এবং বিকেল পর্যন্ত সময়টা কাজে লাগানোর জন্য হযরত নিজাম উদ্দিন ঘুরতে গেলাম। নিজামুদ্দিন ঘুরে বিকেলের রাজধানীতে উঠলাম। 
দশম দিনের মোট খরচ- খাওয়া দাওয়া ১০০০রুপি+ ট্রেনের ৪ জন ১৪০০০ রুপি = ১৫০০০ রুপি)।


ডে-১১। দুপুরে হাওড়া ষ্টেশনে নেমে ট্যাক্সি নিয়ে শিয়ালদাহ ষ্টেশন এবং শিয়ালদাহ থেকে বনগাঁ লোকালে করে বিকেলে বনগাঁ তারপর অটো নিয়ে বর্ডারে। সন্ধ্যা ৭টার দিকে বর্ডার ক্রস করে ঢাকার বাসের টিকেট কাটলাম।
একাদশ দিনের মোট খরচ- খাওয়া দাওয়া ৮০০রুপি+ ট্যাক্সি+ লোকাল ট্রেন+ অটো ৪০০ রুপি = ১২০০ রুপি)। বেনাপোল থেকে ঢাকার বাস ভাড়া ২২০০ টাকা।


ডে-১২। সকালে ঢাকা টেকনিক্যাল মোড়ে নেমে সিএনজি নিয়ে বাসায়। 
সর্বমোট খরচঃ টাকা ৭০৬০ +রুপি ৮৭৭৬০ (৮৭৭৬০x১.৩০ বা ১১৪০৮৮টাকা) = ১২১১৪৮ টাকা। 
মাথাপিছু খরচঃ (১২১১৪৮/৪) = ৩০২৮৭ টাকা।

এই রুটের প্যাকেজ সূমুহ ও যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগঃ

Office Address:
Trip Silo Office Adress: House # 477 (2nd Floor), Road # 32, New DOHS, Mohakhali. Dhaka # 1206.
Contact Number:01632555333, 01689777444 , 01873111999
Office: +88 09678 111 999
www.tripsilo.com

Leave a Comment