যারা ইন্ডিয়ান ভিসার পোর্ট চেঞ্জ করবেন তাদের জন্য মূল্যবান কিছু তথ্য 31/03/2018


মনে করুন,

যদি আপনার পোর্ট দেওয়া আছে হারিদাসপুর, আপনি এখন আপনার পোর্ট চেঞ্জ করে ডাউকি / চ্যংড়াবান্ধা /ফুলবাড়ি পোর্ট সংসুক্ত করবেন। (মনে রাখতে হবে আপনার ভিসায় যে পোর্টটি দেওয়া আছে অন্তত একবার হলেও ওই পোর্ট দিয়ে আপনাকে ঘুরে আসতে হবে) সেই ক্ষেত্রে আপনি ভারতীয় কমিশনের (বারিধারা) নিকট একটি মেইল পাঠাবেন নিন্মে মেইলের তথ্যঃ

Sir,

Regard the submission my passport number-BB0000000 Visa Number-VK0000000 My current visa port is given at haridaspur port.i have visited the current port one.i want to add Dawki as a new port for the convenience of my travels

Aplicant

Name: TripSilo

Passport no.BB XXXXXXX

Visa no.VKXXXXXXX

Mobile no.01xxx xxx xxx

 

 

আর আপনি মেইলটি পাঠাবেনঃ  visahelp@hcidhaka.gov.in

তারা আপনাকে যাচাই করে এক সপ্তাহের মধ্যে ফোন বা মেইল করবে,তখন আপনি আপনার পাসপোর্ট নিয়ে গেলে ওরা ভিসা দিয়ে দিবে আর বাড়তি কোনো টাকা লাগবে না।

দেখে নিন ভিসায় কোন পোর্ট উল্লেখিত থাকলে ইন্ডিয়া যাতায়াত এর সময় অতিরিক্ত কোন কোন পোর্ট ব্যাবহার করার সুবিধা পাচ্ছেনঃ

 

 - ধন্যবাদ।

 

Leave a Comment